টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশ টাইগারদের লঙ্কানদের বিপক্ষে হারের কারণ হিসেবে দেখা হচ্ছে দুটি ক্যাচ। তবে ম্যাচটি বেশিরভাগ সময় বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল। ৫২ বলে ৮৬ রানের জুটিতে লঙ্কানদের জয়ে সবচেয়ে বড় অবদান চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপাক্ষের।
আরও পড়ুন:
ইকবালকে নিয়ে পুলিশের অভিযান, যা পাওয়া গেছে!
আগামীকাল নুরের দলের আত্মপ্রকাশ
পাকিস্তানি সমর্থকদের ওপর ভারতীয় সমর্থকদের হামলা, আহত ২
তিন মাসে মিরপুর থেকে ৪২৪ কিশোরী নিখোঁজ!
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, 'দায় চাপানোর কিছু নেই। আমরা যত বড় সংগ্রহই করি না কেন, ম্যাচে ছোটখাটো কিছু ভুল থাকেই, কিছু ইতিবাচক বিষয়ও থাকে। আমার মনে হয়, ক্যাচ দুটি গুরুত্বপূর্ণ ছিল। লিটন খুবই ভালো ফিল্ডার।
উল্লেখ্য, দীর্ঘ ফর্মহীনতা কাটিয়ে গতকাল মুশফিক ৩৭ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। যাতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৭১।
news24bd.tv রিমু