নোয়াখালীতে মন্দির হামলা ভাংচুরের ঘটনায় জামায়াত নেতা সহ আরও গ্রেপ্তার ১১

নোয়াখালীতে মন্দির হামলা ভাংচুরের ঘটনায় জামায়াত নেতা সহ আরও গ্রেপ্তার ১১

Other

নোয়াখালীতে মন্দির হামলা ভাংচুরের ঘটনায় ও ফেসবুকে উস্বকানি মূলক প্রচারণার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে রয়েছে, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ফয়সল ইনাম কমল (৩৯) ও সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা হারুনুর রশিদ (৪৮)। এই নিয়ে বেগমগঞ্জে ১৩৫জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

আরও পড়ুন:


গোসলখানার দরজা বন্ধ করে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ!

হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে কোকোর স্ত্রী

প্রেমিকাকে জিহ্বা কাটার ঘটনায় প্রেমিকাসহ গ্রেপ্তার ৪

জোর করে তুলে নিয়ে বিয়ে, দুই বছর পর পিটিয়ে হত্যা করল স্বামী


নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আজ সোমবার সকাল ১১টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, কুমিল্লার ঘটনায় উসকানি মূলক বক্তব্য ফেসবুকে প্রচার সহ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।  

ফয়সল ইনাম কমলের বিরুদ্ধে ৩২টি মামর সহ ব্যাপক অভিযোগ রয়েছে। তার বিরুদ্দে উসকানি দাতা হিসাবে প্রমাণিত হয়েছে।  

news24bd.tv/ কামরুল