পাকিস্তানে বন্দুকের গুলি ছুঁড়ে জয় উদযাপন, গুলিবিদ্ধ ১২

পাকিস্তানে বন্দুকের গুলি ছুঁড়ে জয় উদযাপন, গুলিবিদ্ধ ১২

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে ভারতকে বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। সেই আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছিল পাকিস্তানিরা। আনন্দে আত্মহারা হয়ে বেপরোয়া উদযাপন করতে গিয়ে করাচিতে পৃথক স্থানে ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২৪ অক্টোবর) রাতের এমন ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, রোববার (২৪ অক্টোবর) রাতে ভারতকে হারানোর পরপরই রাস্তায় নেমে আসে মানুষ। নেচে-গেয়ে, বাজি পুড়িয়ে আর বন্দুকের গুলি ছুঁড়ে বিজয় উদযাপন করেছেন তারা। উদযাপন করতে গিয়ে করাচিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ১২ জন। এতে আহত হন পুলিশের এক উপ-পরিদর্শকও।

আরও পড়ুন: বড় হারের পর বাবর-রেজওয়ানদের সঙ্গে ধোনির আড্ডা( ভিডিও)

করাচির সচল গোথ, ওরাঙ্গি, নিউ করাচি, গুলশান-ই-ইকবাল ও মালির এলাকায় গুলি ছুঁড়ে বিজয় উদযাপনের খবর পাওয়া গেছে। এর মধ্যে অজানা দিক থেকে আসা গুলিতে ওরাঙ্গিতে আহত হয়েছেন অন্তত দুজন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ফাঁকা গুলি ছোড়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানের সময় গুলশান-ই-ইকবাল এলাকায় উপ-পরিদর্শক আব্দুল গনির শরীরেও একটি বুলেট আঘাত করে।

news24bd.tv/তৌহিদ