শহীদ আফ্রিদি-শাহিন আফ্রিদিকে নিয়ে আইসিসির টুইট

শাহিন আফ্রিদি, শহীদ আফ্রিদি

শহীদ আফ্রিদি-শাহিন আফ্রিদিকে নিয়ে আইসিসির টুইট

অনলাইন ডেস্ক

মাঠের চিরশত্রু  ভারতকে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আর তাতে বড় অবদান রেখে শিরোনামে উঠে এসেছেন শাহিন আফ্রিদি। তার আরও একটি বড় পরিচয় রয়েছে তিনি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদির বড় মেয়ের জামাই।  

এক জন ব্যাট হাতে বিপক্ষকে ধ্বংস করতেন, অন্য জন বল হাতে গতকাল ভারতের তিন অন্যতম সেরা ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন।

সেই যে ব্যাকফুটে চলে যায় ভারত। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। এদিন ৩১ রান খরচায় ৩ উইকেট নেন তিনি।

news24bd.tv

শুরুতে রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে ফিরিয়ে দিয়েছিলেন শাহিন আফ্রিদি।

সেই ধাক্কা গোটা ম্যাচে সামলাতে পারেনি ভারত। রোহিত, রাহুল এবং পরে বিরাট কোহরিকে ফিরিয়ে দেওয়ার পর শাহিনের উচ্ছ্বাসের ভঙ্গি দেখেই সমর্থকদের মনে পড়ে যায় অন্য আফ্রিদিকে। শাহিদ আফ্রিদি এবং শাহিন আফ্রিদি দু’জনেই উইকেট নেওয়ার পর আকাশের দিকে দু’হাত তুলে এক রকম ভাবে উৎসব করেন।  

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে সাফল্য নেই, এটি দুঃখজনক: জাপা চেয়ারম্যান

ক্রিকেটের শীর্ষ সংস্থা দুই আফ্রিদির উদযাপনের দৃশ্য একই ছবিতে তুলে ধরেছে। দুইজনকেই দেখা যাচ্ছে দুই হাত আকাশের দিকে তুলে উদযাপন করতে। তাদের জার্সি নাম্বারও একই- ১০। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাবেক অলরাউন্ডারের জার্সি পেয়েছেন শাহীন আফ্রিদি।

দুই আফ্রিদির ছবি দিয়ে আইসিসি ক্যাপশনে লিখেছে, ‘একই নাম, একই নাম্বার, নতুন যুগ। ’ ভারতের ইনিংস শেষ হওয়ার পর পর এই ছবি প্রকাশ করে তারা।

news24bd.tv নাজিম