বদরুদ্দোজা চৌধুরীর গানের ভিডিও ভাইরাল

বদরুদ্দোজা চৌধুরীর গানের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি, প্রবীণ রাজনীতিবিদ ও খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।  

গত ২৩ অক্টোবর তার ছেলে মাহী বি চৌধুরী নিজের ভেরিফাইড ফেসবুকে ভিডিওটি শেয়ার করেন। এরপর তিনি লেখেন বাবুজি, একমাত্র এবং একমাত্র...

মুহূর্তে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ভিডিওটিতে এক হাজার তিনশ লাইক পড়েছে।

কমেন্ট পড়েছে দুইশোরও বেশি। আর শেয়ার হয়েছে এক হাজার।

প্রবীণ এই রাজনীতিবিদকে ভিন্ন আঙ্গিকে দেখে মুগ্ধ নেটিজেনরা। কমেন্টে তাকে স্যালুট জানিয়েছেন অনেকে।

অনেকেই নিজের ভালো লাগার বিষয়টি তুলে ধরেছেন ভিন্ন ভিন্ন ঢঙে।

আরও পড়ুন: খালেদা জিয়া আইসিইউতে

উল্লেখ্য, বর্ণাঢ্য জীবনের অধিকারী বি. চৌধুরী ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরের সুপরিচিত মুন্সেফবাড়ির নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে ঢাকার বিখ্যাত স্কুল সেন্ট গ্রেগরি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৯ সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাস করেন। তিনি ১৯৫৪-৫৫ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। বি. চৌধুরী যুক্তরাজ্যের তিনটি রয়েল কলেজ অব ফিজিশিয়ানস লন্ডন, এডিনবার্গ ও গ্লাসগো থেকে নির্বাচিত ফেলো এবং এফআরসিপি লাভ করেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

news24bd.tv নাজিম