মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

অনলাইন ডেস্ক

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে নদীতে জাল নামাবেন জেলেরা। তাই ব্যস্ততা বেড়েছে পটুয়াখালী ও চাঁদপুরের জেলে পল্লীগুলোতে।   

এরই মধ্যে নৌকা ও মাছ ধরার সরঞ্জাম নিয়ে সাগর ও নদীতীরে ভিড়তে শুরু করেছেন জেলেরা।

আনন্দ-উচ্ছ্বাসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।  

ইলিশ ধরার প্রস্তুতি এবং বেকার জেলেদের এমন কর্মব্যস্ততা পটুয়াখালীর উপকূলে। কেউ নৌকা প্রস্তুত করছেন, কেউ বা বুনছেন জাল। আবার কেউবা ডিজেলসহ মাছ ধরার অন্যান্য উপকরন সংগ্রহ করছেন।

ইলিশ শিকারে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামবেন জেলেরা। তারা জানান, নিষেধাজ্ঞাকালে রোজগার না থাকায় দিনগুলো কেটেছে অর্থকষ্টে। এমনকি অনেকেই পাননি সরকারি প্রণোদনার চালও। তাই সংসার চালাতে ধার-দেনাও করতে হয়েছে।  

আরও পড়ুন:পাত্রের বীর্য পরীক্ষা করালেন মেয়ের বাবা!

সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে সাগরে যাওয়ার সব প্রস্তুতি শেষ করেছে জেলেরা।

একই চিত্র চাঁদপুরেও। নিষেধাজ্ঞার সময় সীমা শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে জেলে পাড়ায়।  

news24bd.tv নাজিম