পর্যাপ্ত মজুদ থাকার পরও চট্টগ্রামে বেড়েছে সবজিসহ নিত্য পণ্যের দাম। এখানকার বাজারে ৮০ থেকে ১২০টাকার নিচে নেই কোন সবজি। একই সাথে চিনি, আটার দামও বেড়েছে।
ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে মুনাফা লুটে নিচ্ছে।
পর্যাপ্ত মজুদ থাকার পরও নিয়ন্ত্রণে নেই চট্টগ্রামের সবজির বাজার। টমেটো কেজি প্রতি -১৩০ থেকে ১৫০টাকা। বেগুন কেজি প্রতি ৮০ থেকে ১২০টাকা।
এছাড়া লেবু বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০০ থেকে ৫০০টাকা পর্যন্ত। আগাম শীতের সবজি বাজার দখল করলেও, সে বাজারে ঠাঁই মিলছে না সাধারণ ক্রেতাদের।
আরও পড়ুন: ইস্তেগফারের ফজিলত
একই চিত্র নিত্যপণ্যের বাজারেও। চিনির সাথে পাল্লা দিয়ে বেড়েছে আটা-ময়দার দামও।
বিক্রেতারা বলছেন, অতিবৃষ্টি আর বন্যার কারণে বাজারে সবজির সরবরাহ কম । তাই দাম একটু বেশি।
সবজি ও নিত্য পণ্যর বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন ভোক্তারা।
news24bd.tv নাজিম