নুরের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ

নুরের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ

অনলাইন ডেস্ক

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করার কথা রয়েছে। জানা গেছে, অনুমতি পেলে আজ  সকাল ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন দলের ঘোষণা হবে। এই দলের নাম ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’।  

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসময় দলের পক্ষ থেকে ২১ দফা কর্মসূচি প্রণয়ন করা হবে।

নতুন দলের আত্মপ্রকাশের সময় দলটির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। কমিটিতে আহ্বায়ক করা হচ্ছে ড. রেজা কিবরিয়াকে; সদস্য সচিব হিসেবে থাকছেন নুরুল হক নুর। এছাড়া কমিটির বিভিন্ন পদে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাদের পাশাপাশি আরও অনেকের থাকার কথা রয়েছে।

নতুন দলের বিষয়ে সাবেক ভিপি নুরুল হক নুর গণমাধ্যমকে বলেছেন, ২৬ অক্টোবর আমাদের নতুন দল ঘোষণা করব।

দলের কমিটি হবে ১০১ সদস্য বিশিষ্ট।  

আরও পড়ুন:


মিরপুর থেকে ৪২৪ কিশোরী নিখোঁজ, শিগগির সামাজিক বৈঠক পুলিশের

কুমিল্লার ঘটনায় পেছনের কারিগরদের খোঁজা হচ্ছে


এদিকে, রোববার (২৪ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে নুর জানিয়েছেন, দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান করতে পুলিশের কাছে দুবার আবেদন করেছি। কিন্তু এখনো তারা আমাদের অনুমতি দেয়নি। তবে, আমরা সেদিনই দল ঘোষণা করব।

news24bd.tv রিমু