পশ্চিম তীরের আরও ৭ এলাকায় বসতি নির্মাণের ঘোষণা ইসরাইলের

ফাইল ছবি

পশ্চিম তীরের আরও ৭ এলাকায় বসতি নির্মাণের ঘোষণা ইসরাইলের

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ৭টি এলাকায় আরও ১ হাজার ৩০০ আবাসিক ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে দখলদার ইসরাইল। গত রবিবার ইসরাইলের গৃহায়ণ ও আবাসন নির্মাণ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রকল্পের ঠিকাদার আহ্বান করে টেন্ডারও প্রকাশ করা হয়। খবর আল জাজিরার

এক বিবৃতিতে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জিভ এলকিন বলেন, ‘পশ্চিম তীর এলাকায় ইহুদিদের বসতি বাড়ানোর জন্যই এই প্রকল্প নেওয়া হয়েছে। ইসরায়েলকে একটি সত্যিকার ইহুদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই প্রকল্প এখন খুবই জরুরি।

গণমাধ্যম ইয়েনি শাফাক এর বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইসরায়েল নিয়ন্ত্রিত জেরুসালেম শহর কর্তৃপক্ষের পরিকল্পনা অনুসারে নতুন ইহুদি বসতি নির্মাণ করা হবে। ইসরায়েলের শিল্পাঞ্চল আটারোটের কাছে কালান্দিয়া এলাকায় পরিত্যক্ত জেরুসালেম আন্তর্জাতিক বিমানবন্দরের জমিতে এ ইহুদি বসতি নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে, ইসরায়েল সরকার দখলকৃত পূর্ব জেরুসালেমের কালান্দিয়া এলাকার কাছে ১০ হাজার বসতি নির্মাণের পরিকল্পনা করেছে।  

আরও পড়ুন:

নতুন দুই দল নিয়ে নতুন ফরম্যাটে আসছে আইপিএল


news24bd.tv/ নকিব