চিকিৎসা শেষে দেশের পথে রাষ্ট্রপতি

চিকিৎসা শেষে দেশের পথে রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে জার্মানি ও যুক্তরাজ্য (ইউকে) সফর শেষ করে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাশিদা খানম।

রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি মুন্সী জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানিয়েছেন, মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

  

আরও পড়ুন:


নুরের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ

মিরপুর থেকে ৪২৪ কিশোরী নিখোঁজ, শিগগির সামাজিক বৈঠক পুলিশের

কুমিল্লার ঘটনায় পেছনের কারিগরদের খোঁজা হচ্ছে


গত ৯ অক্টোবর রাষ্ট্রপ্রধান জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ও ১৯ অক্টোবর তিনি বার্লিন থেকে লন্ডন পৌঁছান। ৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।

news24bd.tv রিমু  

এই রকম আরও টপিক