ভারতবধের পর আজ নতুন পরীক্ষায় পাকিস্তান

ভারতবধের পর আজ নতুন পরীক্ষায় পাকিস্তান

অনলাইন ডেস্ক

দুই ফরম্যাটের বিশ্বকাপ মিলিয়ে ১২ ম্যাচ পর ভারতকে হারিয়েছে পাকিস্তান। কিন্তু এরই মধ্যে আবার নতুন পরীক্ষার সামনে বাবর আজমের দল। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান।

বিরাট কোহলিদের হারানোর আত্মবিশ্বাস নিয়ে শারজাহতে পাকিস্তান আজ রাতে মুখোমুখি হচ্ছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের।

রবিবার দুবাইয়ে সুপার টুয়েলভে প্রতিবেশী ভারতকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিলেন বাবর আজম, মোহাম্মদ  রিজোয়ান, শাহীন আফ্রিদিরা। আর এবারের আসরে ব্ল্যাক ক্যাপসদের এটা প্রথম ম্যাচ।  

অন্যদিকে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। দুই দলেরই এটা দ্বিতীয় ম্যাচ এবং দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হারের মুখ দেখেছে।

 

শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় গত আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের পক্ষে ২ রানে ৪ উইকেট নিয়েছিলেন স্পিনার আদিল রশিদ। ক্যারিবীয়দের এই সংগ্রহ টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বনিম্ন স্কোর। অপরদিকে, দক্ষিণ আফ্রিকাকে শেষ ওভারে ৫ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:

বিমানবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে


news24bd.tv/ নকিব