সাউথ আফ্রিকার মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ, সম্ভাব্য একাদশ

সাউথ আফ্রিকার মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ, সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম ম্যাচেই দুই দলই হেরে যাওয়ায় দুই দলের জন্যই আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ হেরে গেলে কার্যত সেমিফাইনালে ওঠার পর শেষ হয়ে যাবে দুই দলেরই।

এর আগে প্রথম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় গত আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের পক্ষে ২ রানে ৪ উইকেট নেন স্পিনার আদিল রশিদ। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে ১১৮ রানে ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা। দুই বল বাকি থাকতেই ম্যাচ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।

এর আগে এই দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার মুখোমুখি হয়।

যার মধ্যে মাত্র এক ম্যাচে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ম্যাচের ব্যাটিং দুর্দশায় আলোচনায় এসেছে দুই দলের সর্বনিম্ন স্কোরও। ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষেই নিজেদের দলীয় সর্বনিম্ন ৪৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। আর দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রান ৮৯, ২০২০ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ-

দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রাসি ভ্যান ডার ডাসেন, এইডেন মার্করাম, রেজা হেনরিকস, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, কেশাভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নোকিয়া, তাবরিজ শামসি।

ওয়েস্ট ইন্ডিজ: লেন্ডল সিমন্স, এভিন লুইস, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, নিকোলাস পুরান (উইকেটকিপার), কিরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, আকিল হোসাইন, রবি রামপাল, ওবেড ম্যাককয়।

আরও পড়ুন:

টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয় রিহ্যাব সেন্টার: মাশরাফি


news24bd.tv/ নকিব