হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী হাসপাতালে ভর্তি

হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) রাতে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদরীস বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্ধক্যজনিত রোগের পাশাপাশি কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত তিনি। এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার ফটিকছড়ি উপজেলার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বয়স ৮৪ বছর।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ইদরীস জানান, এখন তিনি কিছুটা সুস্থ আছেন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

আরও পড়ুন:

মা কালী সেজে জনগণকে তাক লাগালেন রিখিয়া

আরিয়ানের জামিন শুনানি আজ, টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার প্রস্তাব


 

প্রসঙ্গত, গত ১৯ আগস্ট হেফাজতে ইসলামের তৎকালীন আমির জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর আমির পদটি শূন্য হয়।

সেদিনই জানাজার আগে জুনায়েদ বাবুনগরীর মামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমির ঘোষণা করেন সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম হাশেমী। এর আগে তিনি ছিলেন হেফাজতের প্রধান উপদেষ্টা।

news24bd.tv/আলী