লিটন দাসের বার বার ব্যর্থ হবার কারণ জানালেন পাইলট

লিটন দাসের বার বার ব্যর্থ হবার কারণ জানালেন পাইলট

অনলাইন ডেস্ক

লিটন দাস বাংলাদেশ ক্রিকেট দলে পার করেছেন অর্ধযুগ। এই অর্ধযুগে তিনি নিয়মিতই সুযোগ পেয়েছেন জাতীয় দলের হয়ে খেলার। কিন্তু বার বার তিনি নিজেকে প্রমাণে ব্যর্থ হচ্ছেন । বাংলাদেশ ক্রিকেট দলের খেলা হলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটন দাসকে নিয়ে ট্রলের অভাব হয় না।

  প্রতিভাবান ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন লিটন দাসের কেন এই অবস্থা? সে বিষয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট জানালোন তার ভাবনার কথা।

লিটনের এই ব্যর্থ হওয়ার কারন হিসাবে খালেদ মাসুদ পাইলট দায়ী করলেন লিটন দাসের মানসিক দুর্বলতাকে।

পাইলট বলেন, আসলে কিছু খেলোয়াড়  আছেন যারা নিজের ওপর অতিরিক্ত চাপ নিয়ে ফেলেন। যা থেকে আর সে সহজে বের  হতে পারে না।

লিটন দাস ও এই চক্রে বন্ধি বলে মনে করেন  খালেদ মাসুদ পাইলট।

তবে লিটনের দক্ষতা ও মেধার কোনো ঘাটতি দেখেন না পাইলট।

বাংলাদেশের এই সাবেক অধিনায়কের মতে, দুর্বল মানসিকতার খেলোয়াড়রা বড় টুর্নামেন্টে সফল হতে পারেন না। বড় টুর্নামেন্টে সফল হওয়ার জন্য সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার মানসিক সক্ষমতা খুবই জরুরী। এখানেই লিটনের ঘাটতি দেখেন পাইলট।

আরও পড়ুন : পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় নিয়োগ

লিটনের মানসিক দুর্বলতা সম্পর্কে পাইলট বলেন, আমি অনেক দিন যাবত তাকে দেখছি, মনে হয় যেন খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে। তাড়াতাড়ি ভেঙে পড়া মানুষরা আসলে কঠিন কোনো পরিস্থিতির জন্য কষ্টকর। কারণ কঠিন পরিস্থিতির জন্য আপনি যখন প্রস্তুত হবেন, তখন কিন্তু ভেঙে পড়লে চলবে না।

news24bd.tv/আলী