সাম্প্রদায়িক হামলায় নোয়াখালীতে আরও ৮ জন গ্রেপ্তার

সাম্প্রদায়িক হামলায় নোয়াখালীতে আরও ৮ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় আরও আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ২৬ মামলায় ২০১ জনকে গ্রেপ্তার করা হলো।

মঙ্গলবার (২৬ অক্টোবর) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, সোমবার রাতে গ্রেপ্তার জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।  


আরও পড়ুন: 

জ্যৈষ্ঠ আইনজীবী বাসেত মজুমদার আর নেই

ইংল্যান্ড ম্যাচের আগে টাইগার শিবিরে বড় দুটি দুঃসংবাদ


এসময়  ফয়সাল চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় উস্কানিদাতা হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি বরকত উল্লা বুলুসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দেন।

 

এদিকে চৌমুহনীতে মন্দিরে হামলা ও ভাঙচুরের মামলায় তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

news24bd.tv নাজিম