ডুবে যাওয়া ফেরিটি ৪২ বছরের পুরাতন

ডুবে যাওয়া ফেরিটি ৪২ বছরের পুরাতন

অনলাইন ডেস্ক

সকাল পৌনে দশটায় দৌলতদিয়া ঘাট থেকে ১৭টি পণ্যবাহী ট্রাক নিয়ে ছেড়ে আসে পুরাতন এই আমানত শাহ ফেরি।  

প্রত্যক্ষদশীরা বলছেন, পুরো পথেই ফেরি ডুবু ডুবু অবস্থায় নৌপথ পাড়ি দেন, কিন্তু পাটুরিয়া ঘাটে কাছে আসার আগেই নিয়ন্ত্রণ হারান ফেরির মাষ্টার।

মুহূর্তেই ফেরির একাংশ পানিতে ডুবে যায়। তার আগে মাত্র তিনটি ট্রাক ফেরি থেকে নামতে পারে।

ফেরিতে থাকা ট্রাকের চালকরা জানান, ফেরির ভেতরে ফাটল থাকায় দুর্ঘটনার মূল কারণ।

পরে দিনভর ট্রাক ও সম্ভাব্য হতাহতদের উদ্ধারে অভিযানে নামে নৌবাহিনীর ডুবুরি দল। উদ্ধারকারী জাহাজ হামজা কয়েকটি ট্রাক উদ্ধার করে। পানিতে ভাসতে দেখা যায় অন্তত তিনটি পণ্যবাহী ট্রাক।

বাকীগুলোর হদিস মেলেনি।

ঘটনাস্থল পরিদর্শনে করেছেন বিআইডব্লিউটিএ'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, এরই মধ্যে সাতটি ট্রাক উদ্ধার করা হয়েছে, বাকীগুলো উদ্ধারে পাটুরিয়ায় আনা হচ্ছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

আরও পড়ুন:


এসএসসি পরীক্ষা কবে থেকে তা জানা গেল

পুলিশ সঙ্গে সংঘর্ষে যুবদল নেতা ‍গুলিবিদ্ধ, উভয় পক্ষের আহত ১৫

পাগলীর জন্ম নেওয়া সন্তানের পিতা এমপি বদি 


এ ঘটনার কারণ উদঘাটনে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসির পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে

৪২ বছরের পুরাতন ফেরি আমানত শাহ। শুধু ১৭টি ট্রাক নয় ফেরিতে ছিলো কয়েকটি প্রাইভেট কার, বেশ কিছু মোটরসাইকেল। চালক, যাত্রী, হকার আর ফেরির স্টাফ মিলিয়ে অনেক মানুষ ছিলেন ফেরিতে।

নৌবাহিনীর ডুবু দলের সদস্যরা জানায়, নদীর তলদেশে বেশি স্রোত থাকায় বেগ পেতে হচ্ছে উদ্ধারকাজে।

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর