ফেসবুক-ইউটিউব কথা শুনত না, এখন শুনছে: মোস্তাফা জব্বার

ফেসবুক-ইউটিউব কথা শুনত না, এখন শুনছে: মোস্তাফা জব্বার

অনলাইন ডেস্ক

চলতি বছরেই (২০২১) পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) কার্যালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে আমরা পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু করব। ২০২২ সালে আমরা এর সম্প্রসারণ করব। আমরা আশা করবো ২০২২ সাল থেকেই আমাদের সব অপারেটর ফাইভ-জি প্রযুক্তি বিকাশ ঘটাতে সক্ষম হবে।

এ সময় ফেসবুক-ইউটিউব নিয়ে তিনি বলেন, আমেরিকার দুই প্রতিষ্ঠান ফেসবুক-ইউটিউব আগে আমাদের কথা শুনত না। এখন তারা আমাদের কথা শুনছে। সেই সক্ষমতা আমরা অর্জন করেছি।

আরও পড়ুন:


এসএসসি পরীক্ষা কবে থেকে তা জানা গেল

মাঝনদীতে ফেরিতে পানি ঢোকে, দ্রুত চালিয়ে তীরে যায় চালক

পুলিশ সঙ্গে সংঘর্ষে যুবদল নেতা ‍গুলিবিদ্ধ, উভয় পক্ষের আহত ১৫

পাগলীর জন্ম নেওয়া সন্তানের পিতা এমপি বদি 


মোস্তাফা জব্বার বলেন, আমরা তাদের বলেছি, বাংলাদেশে ফেসবুক-ইউটিউব চালাতে হবে বাংলাদেশের কমিউটি উপযোগী করে।

এ ব্যাপারে আমরা তাদেরকে কড়া ভাষায় চিঠি দেব। তবে সাম্প্রদায়িক সহিংসতার পেছনে ফেসবুক ইউটিউবকে এককভাবে দায়ী করা যাবে না।

তিনি বলেন, যখন দেশে সামাজিক যোগাযোগমাধ্যমের দাপট ছিল না, তখনও এ ধরনের (সাম্প্রদায়িক হামলা ও গুজব) ঘটনা ঘটেছে। এগুলো রোধ করার জন্য প্রয়োজন সচেতনতা।

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর