নদীতে ডুবে যাওয়া ১৩ যানবাহনের হদিস মিলল

নদীতে ডুবে যাওয়া ১৩ যানবাহনের হদিস মিলল

অনলাইন ডেস্ক

পানির নিচে এখন পর্যন্ত আমানত শাহ ফেরির ১৩টি যানবাহনের হদিস পাওয়া গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সকাল সাড়ে ৯টার দিকে ফেরিডুবির এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তলা ফেটে পানি উঠে ফেরিটি ডুবে যায়।

আরও পড়ুন:


এসএসসি পরীক্ষা কবে থেকে তা জানা গেল

মাঝনদীতে ফেরিতে পানি ঢোকে, দ্রুত চালিয়ে তীরে যায় চালক

পুলিশ সঙ্গে সংঘর্ষে যুবদল নেতা ‍গুলিবিদ্ধ, উভয় পক্ষের আহত ১৫

পাগলীর জন্ম নেওয়া সন্তানের পিতা এমপি বদি 


শাহ আমানত ফেরির যাত্রী অমল কান্তি ভট্টাচার্য বলেন, মুহূর্তের মধ্যে ফেরিটি কাত হয়ে যায়।

সাধারণত ফেরিতে পানি উঠে। আমরা তেমনই ভেবেছিলাম। ৩টি ট্রাক নেমে যাওয়ার পরই ফেরিটি কাত হয়ে যায়। ফেরিতে ৬-৭টি মোটরসাইকেল, ৩টি প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান-ট্রাক মিলিয়ে ১৭টি যানবাহন ছিল।
১৪টি যানবাহন নদীতে পড়ে যায়।

অমল কান্তি ভট্টাচার্যের বাড়ি যশোর মণিরামপুর উপজেলায়। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি মোটরসাইকেল নিয়ে ঢাকায় ফিরছিলেন।

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর