পাগলদের দিয়ে হামলা চালালেও এর পেছনে যারা, তারা পাগল নয় : আমসা আমিন

পাগলদের দিয়ে হামলা চালালেও এর পেছনে যারা, তারা পাগল নয় : আমসা আমিন

অনলাইন ডেস্ক

শিগগিরই একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে মেজর জেনারেল (অব.) আমসা আমিন। এটির সংগঠকও তিনি। নতুন এই সংগঠনটির নাম 'নৈতিক সমাজ’।

আজ বুধবার সকাল ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘নৈতিক সমাজ’ আয়োজিত সমাবেশ থেকে একথা জানানো হয়।

সমাবেশে সম্প্রতি দেশের  সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রসঙ্গ তুলে আমসা আমিন বলেন, হামলা পাগলদের দিয়ে চালানো হয়েছে ঠিক, কিন্তু যারা এর পেছনে আছে তারা পাগল নয়। যারা এর পেছনে আছে তারা সাম্প্রদায়িকতাকে ক্যাপিটাল হিসেবে ব্যবহার করে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

আরও পড়ুন:

সব ধর্মের মানুষের জন্য মাদ্রাসা উন্মুক্ত করে দেওয়া হোক : জাফরুল্লাহ

৬ শিশুকে বলাৎকারের অভিযোগ, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাময়িক বহিস্কার

ইংল্যান্ড ম্যাচের আগে টাইগার শিবিরে বড় দুটি দুঃসংবাদ

গত ৩০ মার্চ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার এই দল গঠনের ঘোষণা দেন আমসা আমিন।

নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের কারণ হিসেবে সেদিন তিনি বলেন, দেশের প্রধান সমস্যা রাজনীতি। আর তাই নৈতিক মূল্যবোধের ধস নেমেছে। বড় দলগুলো ভালো মানুষদের রাজনীতিতে আনতে পারছে না। মানুষ দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বলে মন্তব্য করেন তিনি।

news24bd.tv/এমি-জান্নাত