যেসব এলাকায় ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
সিরাজগঞ্জ-৬ ও ৯টি পৌরসভার নির্বাচন

যেসব এলাকায় ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসন ও ৯টি পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটের এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ১ নভেম্বর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত সকল ধরণের যন্ত্রচালিত যান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নির্দেশনাটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান।  

এতে বলা হয়েছে, আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ-৬ ও ১০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তাই ৩১ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি।

নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে জরুরি সেবা, আইনশৃঙ্খলা বাহিনী, ভোট কর্মকর্তা ও গণমাধ্যমের গাড়ি। এছাড়া রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে অন্য গাড়িও চলতে পারবে।

আরও পড়ুন:

চাপের মুখে বাংলাদেশ

ইংল্যান্ড ম্যাচের আগে টাইগার শিবিরে বড় দুটি দুঃসংবাদ

শাহরুখের সাথে জুটি থেকে সরে দাঁড়ালেন নায়িকা


২ নভেম্বর সপ্তম ধাপের ৯টি পৌরসভাতেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

পৌরসভাগুলো হলো নরসিংদীর ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগড়, বগুড়ার সোনাতলী, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া।

news24bd.tv/আলী