নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেন সু চি

নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেন সু চি

অনলাইন ডেস্ক

মিয়ানমার নেত্রী অং সান সু চি আদালতে দেওয়া প্রথম সাক্ষ্যে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।   এর বেশি কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন মামলার আইনজীবীরা।  

কারণ মামলার শুনানির বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে জান্তা সরকার সুচির বিরুদ্ধে জনমনে উদ্বেগ সৃষ্টির উসকানি দেয়ার অভিযোগ আনে।

আরও পড়ুন:

সব ধর্মের মানুষের জন্য মাদ্রাসা উন্মুক্ত করে দেওয়া হোক : জাফরুল্লাহ

৬ শিশুকে বলাৎকারের অভিযোগ, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাময়িক বহিস্কার

ইংল্যান্ড ম্যাচের আগে টাইগার শিবিরে বড় দুটি দুঃসংবাদ

এমন খবর দিয়েছে আল-জাজিরা। সামরিক সরকারের পক্ষ থেকে ৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে আদালতে অসংখ্য অভিযোগ আনা হয়েছে, যেগুলোর বিচার চলছে। অপরাধ প্রমাণিত হলে ফের বছরের পর বছর কারাগারেই  কাটাতে হতে পারে সু চিকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

পরে সু চিসহ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেফতার করা হয়।

news24bd.tv/এমি-জান্নাত