পাকিস্তানের জয়ে উল্লাস, গ্রেপ্তার ৩ শিক্ষার্থী বহিষ্কার

পাকিস্তানের জয়ে উল্লাস, গ্রেপ্তার ৩ শিক্ষার্থী বহিষ্কার

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় উদযাপন করায় ৩ কাশ্মিরী শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিস এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, বুধবার (২৭ অক্টোবর) ভারতের উত্তর প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে গোষ্ঠীর মধ্যে ঘৃণা ছড়ানো ও সাইবার সন্ত্রাসের অভিযোগ আনা হবে।

আরও পড়ুন:


পাগলীর জন্ম নেওয়া সন্তানের পিতা এমপি বদি

টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

শোয়েব মালিককে ‘দুলাভাই’ ‘দুলাভাই’ বলে ডাকল ভারতীয় দর্শকরা (ভিডিও)

সূর্য ডোবার আগেই আটক নেতাকর্মীদের মুক্তি দাবি রিজভীর

এছাড়াও তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হতে পারে বলে জানা গেছে। শুধু তাই নয় ওই শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ২৪ অক্টোবর দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর