ইউটিউব দেখে সন্তানের জন্ম দিল কিশোরী!

ইউটিউব দেখে সন্তানের জন্ম দিল কিশোরী!

অনলাইন ডেস্ক

ঘরে বসে ইউটিউব দেখে সন্তানের জন্ম দিয়েছে ১৭ বছরের এক কিশোরী। কোনোভাবেই টের পায়নি ওই কিশোরীর বাড়ির লোকজন।

ভারতের কেরালায় এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

কেরালের মলপ্পুরমে বাবা-মায়ের সঙ্গে থাকে ১৭ বছরের ওই কিশোরী।

গত সপ্তাহে নিজের ঘর থেকে একেবারেই বেরোয়নি সে। জিজ্ঞেস করলে বলতো বিরক্ত কোরও না, স্কুলের অনলাইন ক্লাস চলছে। সন্দেহ হয়নি মেয়েটির বাবা ও দৃষ্টিহীন মায়ের। শেষ পর্যন্ত মেয়ের ঘর থেকে বাচ্চার কান্না শুনে দরজায় কড়া নাড়ে বাড়ির লোকজন।
এমন খবর প্রকাশ করেছে আনন্দবাজার।

নিজেকে ঘরবন্দি করে প্রসব বেদনায় অস্থির ১৭ বছরের কিশোরী দেখতে থাকে কী ভাবে নিজে নিজেই সন্তানের জন্ম দেওয়া যায়। এ কাজে সে বেছে নেয় ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব-কে। অবশেষে ২৪ অক্টোবর ইউটিউবের ভিডিও দেখে শেখা পদ্ধতি অবলম্বন করেই সন্তানের জন্ম দেয় সে।

দ্রুত মা ও শিশুকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মা ও শিশু, দুজনেই সুস্থ আছে বলে জানা গেছে। হাসপাতাল থেকেই খবর পায় পুলিশ। তদন্ত করে পুলিশ ২১ বছরের এক যুবককে পকসো আইনে গ্রেপ্তার করেছে।   কিশোরীর প্রতিবেশীওই যুবকের সাথে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা যায়। কিন্তু এই ঘটনার কথা পরিবারের কাছে চেপে যায় তারা।

আরও পড়ুন:

ডিভোর্স দেয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন, আত্মহত্যার চেষ্টা স্বামীর

মাকে পিটিয়ে হত্যা; ছেলের মৃত্যুদণ্ড

হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

পুলিশ জানায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কিভাবে নাড়ি কেটে শিশুকে মায়ের শরীরের থেকে আলাদা করতে হয়, কিশোরীকে তা ইউটিউব দেখে শেখার পরামর্শ দিয়েছিল যুবক।  

পুলিশ ইতিমধ্যে কিশোরীর গর্ভে সন্তানের জন্মদাতা যুবককে গ্রেফতার করেছে।

news24bd.tv/এমি-জান্নাত