আঁটসাঁট পোশাকে বাবার কফিনের সামনে হাসিমুখে মডেল

আঁটসাঁট পোশাকে বাবার কফিনের সামনে হাসিমুখে মডেল

অনলাইন ডেস্ক

আপনজনের মৃত্যুতে মানুষ বিমর্ষ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু বাবার কফিনের সামনে আঁটসাঁট পোশাকে হাসিমুখে ছবি তুলে  তোপের মুখে পড়েছেন এক ইনস্টাগ্রাম মডেল।

ব্যাপারটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

পরে বাধ্য হয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেন এই মডেল।

বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রচার করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা জেইন রিভেরার বাবা গত ১১ অক্টোবর মারা যান। বাবার শেষকৃত্য অনুষ্ঠানে বাবার কফিনের সামনে আঁটসাঁট কালো রঙের ব্লেজার পরে হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলেছেন জেইন। এ সময় তার বাবাব কফিনের ডালাটি খোলা ছিল।

আরও পড়ুন:


নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ওসি-এসআইকে বরখাস্তের নির্দেশ

প্রেমিকাকে গলা কেটে ‌‘হত্যাকারী’ মনিরও মারা গেল

মাওলানা আজহারীর লন্ডন সফরের পক্ষে বিপক্ষে নানা তৎপরতা

প্রবাসীদের জন্য যে সুখবর দিল মালয়েশিয়া


 

এই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন মডেল জেইন। এরপর জেইনের পোজ দেওয়া ছবির স্ক্রিনশট নিয়ে অনেকেই তা শেয়ার করেন।

জেইনের কাণ্ডে নেটিজেনরা তীব্র সমালোচনাও শুরু করেন।

এক সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ টুইটারে ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, এই ইনস্টাগ্রাম মডেলের বাবা মারা গেছেন। অথচ তিনি খোলা কফিনের সামনে হাসিমুখে ফটোশুট করেছেন।

আরেক নেটিজেন মন্তব্য করেছেন, দিন দিন মানুষ শিষ্টাচার বোধ ভুলে যাচ্ছেন। আরেকজন শেষকৃত্যের মতো অনুষ্ঠানে জেইনের আঁটসাঁট পোশাক পড়া নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর জেইন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেন।  

পরে অবশ্য এনবিসি নিউজকে এভাবে ছবি তোলার পক্ষে সাফাই গেয়েছেন তিনি।

জেইনের মতে তার বাবা বেঁচে থাকতে তাকে এভাবে দেখে খুশি হতেন।

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর