ফেসবুক কর্তৃপক্ষের নতুন নাম মেটা

ফেসবুক কর্তৃপক্ষের নতুন নাম মেটা

নিজস্ব প্রতিবেদক

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্র্যান্ড পুনর্গঠনের উদ্দেশ্য হিসেবে নিজেদের নামে পরিবর্তন আনলো ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষ তার নাম পরিবর্তন করে ‘মেটা’ নির্ধারণ করেছে। এখন থেকে ‘মেটা’র অধীনে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ প্রতিষ্ঠানটির সব সেবা থাকবে।  এখন থেকে এই ‘মেটা’ নামে ব্যবসায়িক সব কার্যক্রম পরিচালনা করবে কোম্পানিটি।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বৃহস্পতিবার কোম্পানির একটি ইভেন্টে ঘোষণা দেন, এখন থেকে তার কোম্পানির নতুন নাম হবে মেটা।  

এই ঘোষণা দিয়ে  জাকারবার্গ বলেন, আমরা এমনটি একটি প্রতিষ্ঠান যা ব্যবহারকারিদের আরও বেশি যোগাযোগের জন্য প্রযুক্তি তৈরি করব। মূল কোম্পানির নাম পরিবর্তন করে “মেটা” করা হচ্ছে শুধুমাত্র তার সমস্যাযুক্ত সামাজিক নেটওয়ার্কের বাইরে ভবিষ্যতের প্রতিনিধিত্ব করার জন্য।

ফেসবুক প্রধান বলে, ‘আমরা সামাজিক সমস্যাগুলির সাথে লড়াই করে এবং বন্ধ প্ল্যাটফর্মের অধীনে জীবনযাপন করার থেকে অনেক কিছু শিখেছি এবং এখন সময় এসেছে আমরা যা শিখেছি তা গ্রহণ করার এবং পরবর্তী অধ্যায় তৈরিতে সহায়তা করার।

এর আগে গুগলের সব সেবা যেমন ‘অ্যালফাবেট’ নামের প্রতিষ্ঠান গঠন করে সেটির অধীন নিয়ে যাওয়া হয় ২০১৫ সালে।

news24bd.tv/আলী