যেসব শর্তে জামিন পেলেন কিং খানপুত্র আরিয়ান

যেসব শর্তে জামিন পেলেন কিং খানপুত্র আরিয়ান

অনলাইন ডেস্ক

অনেক জল্পনা কল্পনার পর জামিন পেলেন কিং খানের পুত্র আরিয়ান খান। ২৮ অক্টোবর আর্থার রোড জেল থেকে তাঁকে নিজেদের বাড়ি মান্নাতে ফেরার অনুমতি দিল আদালত।  

এর আগে ২৬ ও ২৭ অক্টোবর আরিয়ানের জামিনের শুনানি অসমাপ্ত ছিল। মোট দু’বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

যুক্তি হিসেবে বলা হয়, জামিনে ছাড়া পেলে, আরিয়ান তাঁর বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন।

জামিনে দিলেও কিছু শর্ত দেওয়া হয়েছে আরিয়ানকে।

শর্তগুলো হলো:- 

১. তার (আরিয়ান) পাসপোর্ট জমা রাখতে হবে আদালতের কাছে।  

২. প্রত্যেক শুক্রবার এনসিবি দপ্তরে হাজিরা দিতে হবে।

 


আরও পড়ুন:

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ


৩. অভিযুক্ত কিংবা সাক্ষীদের কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না তিনি।  

৪. আর বিচার প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে পারবেন না।

এক প্রমোদতরীর পার্টি থেকে আটকের পর ৩ অক্টোবর আরিয়ানকে গ্রেপ্তার দেখায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবি। এরপর ৮ অক্টোবর থেকে কারাগারে রয়েছেন তিনি।

news24bd.tv নাজিম