সেমিফাইনালের আশা ছাড়ছে না টাইগাররা

সেমিফাইনালের আশা ছাড়ছে না টাইগাররা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের মূলপর্বে প্রথম দুই ম্যাচেই হেরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। আজ বিকেল ৪টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টিকে থাকতে জয়ের কোন বিকল্প নেই টাইগারদের সামনে।  

এই পরিস্থিতিতেও সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে টাইগাররা।

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে আগামী ম্যাচগুলোতে জিততেই হবে তাদের। তবে সমীকরণটা এতোটা সহজ হবে না। এটা জানা আছে টাইগার বাহিনীরও।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বললেন, 'দুই ম্যাচ হেরে অবশ্যই আমরা টুর্নামেন্টে ব্যাকফুটে আছি।

বাংলাদেশে থাকতে অনেকেই বলেছি আমাদের আশা সেমিফাইনাল খেলা। কাল (আজ) জিতলে সেমিফাইনালে খেলার আশা টিকে থাকবে। সবার মনোযোগ এই ম্যাচ নিয়েই। ইনশাআল্লাহ্‌ কাল যদি ভালোভাবে শুরু এবং শেষ করতে পারি তাহলে হয়ত পরের ম্যাচগুলো সহজ হয়ে যাবে এবং পুরো দল চাঙ্গা হয়ে যাবে। '

একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজ দলেরও। উভয় দলই ২ ম্যাচ করে খেলে দুটিতেই হেরেছে। যদিও রানরেটে উইন্ডিজের (-২.৫৫০) চেয়ে সামান্য এগিয়ে আছে বাংলাদেশ (-১.৬৫৫)। তাই জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে তারাও।

টিকে থাকার লড়াইয়ে আজ তাই অঘোষিত ফাইনালেই মাঠে নামছে দুই দল।

আরও পড়ুন:

আবারও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ!


news24bd.tv/ নকিব