টি-টোয়েন্টি বিশ্বকাপে মূলপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেছে উভয় দলই। তাই সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই কোন দলেরই।
বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ : এভিন লুইস, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, নিকোলাস পুরান (উইকেটকিপার), কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, আকিল হোসাইন, রবি রামপাল, জেসন হোল্ডার।
আরও পড়ুন:
আবারও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ!
news24bd.tv/ নকিব