হিন্দুপল্লীতে হামলা হলো, শ্বশুরবাড়ি যাওয়ার সময় হলো না প্রধানমন্ত্রীর: জাফরুল্লাহ

হিন্দুপল্লীতে হামলা হলো, শ্বশুরবাড়ি যাওয়ার সময় হলো না প্রধানমন্ত্রীর: জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক

নৌকা ডুবে যাচ্ছে, সাথে দেশকেও ডুবাচ্ছে তারা। এ বক্তব্য দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।  

শুক্রবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলনের জাতীয় প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাফলরুল্লাহ আরও বলেন, রংপুরে পীরগঞ্জে হিন্দুপল্লীতে হামলা হলো, প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি ওখানে, সেখানে যাওয়ার সময় হলো না তার।

আগামী নির্বাচন আওয়ামী লীগের অধীনে হতে পারে না জানান তিনি।

এছাড়া দেশের রোহিঙ্গা সংকট ভারতের সৃষ্টি বলেও মন্তব্য তার।

আরও পড়ুন:


আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের একাদশ এমন হতে পারে

গণতন্ত্রকে বঙ্গোপসাগরে ফেলে বাকশাল করেছে তারা: ফখরুল

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদ রহমান মান্নাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর