আওয়ামী লীগকে সবচেয়ে বিকারগ্রস্ত দল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
২৮ অক্টোবরের নির্মম ও মর্মান্তিক ঘটনার সঙ্গে দেশি-বিদেশি চক্রান্তে সংঘটিত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, আন্তর্জাতিক মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই ২৮ অক্টোবর ইতিহাসের নির্মম রক্তাক্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
‘এক্ষেত্রে আওয়ামী লীগ শুধু টুলস হিসেবে কাজ করেছে। তারই ধারাবাহিকতায় ওয়ান ইলেভেনের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘রক্তাক্ত ২৮ অক্টোবর গণতন্ত্রের কলঙ্ক’ শীর্ষক আলোচনা সভায় রিজভী আরও বলেন, আওয়ামী লীগ ২৮ অক্টোবর লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসার পথ প্রশস্ত করেছে। সেদিন তাদের সোনার ছেলেরা মানুষ মেরে লাশের ওপর নৃত্য করেছিল, যা জঙ্গিবাদকেও হার মানায়।
২৮ অক্টোবর ইতিহাসের নির্মম রক্তাক্ত ও ভয়ঙ্কর ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যা (২৮ অক্টোবর) ক্রমান্বয়ে মিলিয়ে যাচ্ছে। যারা গণতন্ত্রের পক্ষে কাজ করেন, কথা বলেন, সরকার তাদের কথায় কথায় জঙ্গিসহ নানা অভিধা দেয়। কিন্তু এ সরকার মানুষের মনের ভাষা বুঝতে চায় না। কারণ তাদের তো ভোটের দরকার নেই। তাদের দরকার হচ্ছে ক্ষমতা।
এ সরকার ক্ষমতায় আসার পরপরই দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে বলে মন্তব করেন রিজভী।
আরও পড়ুন:
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের একাদশ এমন হতে পারে
হিন্দুপল্লীতে হামলা হলো, শ্বশুরবাড়ি যাওয়ার সময় হলো না প্রধানমন্ত্রীর: জাফরুল্লাহ
রাজপথ দখলে নেওয়ার তাগিদ ড. কামালের
‘আজকে ইউপি নির্বাচনে কোনো ভোট হচ্ছে না। এ হচ্ছে তাদের দর্শন। অথচ শেখ হাসিনা কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন। তিনি যে গণতন্ত্রের কথা বলেন তার সঙ্গে কিন্তু মনীষী ও লেখকরা গণতন্ত্রের যে সংজ্ঞা দিয়েছেন সেটার কোনো মিল নেই। শেখ হাসিনার গণতন্ত্র হচ্ছে টাকা লুটে বিদেশে পাচার করা। মালয়েশিয়া, কানাডা বেগম পল্লী বানানোর গণতন্ত্র। ’
news24bd.tv/তৌহিদ