আবু সায়েদ রিপন নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। গতকাল ২৮ অক্টোবর ভোরে তুলুয়া চাঁদপুর গ্রামের বারিরহাট বাজার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রিপন ওই গ্রামের ভূঁইয়া বাড়ির রফিক উল্যার ছেলে।
আরও পড়ুন:
এক মাসের মধ্যে সরকার পতন করা সম্ভব : জাফরুল্লাহ
পুলিশের পোশাক পরে ডাকাতির প্রস্তুতি, আটক ৬
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোরে বারিরহাট বাজার মসজিদের ইমাম ও মুসল্লিরা সড়কের ওপর রিপনের লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তারা মাইকে ঘোষণা করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। নিহতের পায়ের ওপর মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। তারা মাথা ও শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বেগমগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
news24bd.tv/এমি-জান্নাত