এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া মহল্লায় নিজ ঘর থেকে থেকে তাদের লাশ পাওয়া যায়।
আজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার ঘোষপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃতরা হলো গৌরাঙ্গ ষোঘ (২৮) ও তার স্ত্রী তমা রানী ঘোষ (১৯)।
গৌরঙ্গের মা রুবি রানী ঘোষ জানান, সকালে দীর্ঘ সময় ঘুম থেকে না উঠলে ছেলে ও পূত্রবধূকে ডাকতে যান তিনি। সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকেন তিনি। পরে ঘরের দরজা ভেঙে দুজনকেই মৃত অবস্থায় দেখতে পায় তারা।
আরও পড়ুন:
এক মাসের মধ্যে সরকার পতন করা সম্ভব : জাফরুল্লাহ
পুলিশের পোশাক পরে ডাকাতির প্রস্তুতি, আটক ৬
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে খবর পেয়ে স্থানীয় ব্রজগোপাল ঘোষের বাড়ীতে গিয়ে তার ছেলে এবং তার স্ত্রীর রক্তাক্ত লাশ পাওয়া যায়। লাশদুটো ঘরের মেঝেতে পড়ে ছিল।
ওসি গোলাম মোস্তফা জানান, আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুজনের মধ্যে কেউ একজন অন্যজনকে হত্যার পর আত্মহত্যা করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
news24bd.tv/এমি-জান্নাত