এর আগের ম্যাচ গুলোতে ভালো না করলেও আজ আশা জাগাচ্ছে লিটন দাস। ক্রিজ কামরে টিকে আছে আলোচিত-সমালোচিত এ ব্যাটার। তার ব্যাটেই ভর করে জয়ের দিকে এগুচ্ছে টাইগাররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আর মাত্র ৪১ রান করলেই জয় দেখবে মাহমুদুল্লাহ বাহিনী।
এদিকে মুশফিকুর রহিমের বিদায়ে বিপদে গিয়েছিল বাংলাদেশ দল। দলীয় ৯০ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন মুশফিুর রহিম। রবি রামপালের বলে স্কুপ খেলতে গিয়ে বোল্ড হন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।
আগের বলে বাউন্ডারি হাঁকানোর পর ঠিক পরের বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন সৌম্য সরকার। তার বিদায়ে ১০.৪ ওভারে ৬০ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ১৩ বলে দুটি চারের সাহায্যে ১৭ রান করেন সৌম্য।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় বাংলাদেশ। সাকিব আল হাসানের পর সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ।
আরও পড়ুন:
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের একাদশ এমন হতে পারে
হিন্দুপল্লীতে হামলা হলো, শ্বশুরবাড়ি যাওয়ার সময় হলো না প্রধানমন্ত্রীর: জাফরুল্লাহ
রাজপথ দখলে নেওয়ার তাগিদ ড. কামালের
news24bd.tv/তৌহিদ