আলু আর টমটো দিয়ে বানানো একটি মালা গলায় দিয়ে সাইকেল চালিয়ে সংসদে যান এক সংসদ (এমপি)। দেশজুড়ে মুদ্রাস্ফীতির প্রতিবাদে আলু, টমেটো আর ক্যাপসিক্যামের তৈরি মালা গলায় দিয়ে সাইকেলে চেপে বুধবার সংসদে যান পাকিস্তানের এক সংসদ সদস্য (এমপি)।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে এ খবর জানা গেছে।
এদিকে, মুদ্রাস্ফীতির প্রতিবাদেপাঞ্জাব সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদ হয়েছে বলে গণমাধ্যমগুলো জানিয়েছে।
এ ব্যাপারে দিন দুয়েক আগেই পাকিস্তান মুসলিম লীগ(এনের) প্রেসিডেন্ট শাহবাজ শরীফ জানিয়েছিলেন, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক বিপর্যয় ও বেকারত্বের মূল্য দিতে হচ্ছে দেশটিকে। আর এর প্রভাব যে শুধু দরিদ্রের ওপরই নয়, বরং চাকরিজীবীদের ওপরও পড়ছে।
বিগত ৭০ বছরের তুলনায় ইমরান খানের শাসনামলে দেশটিতে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ আকার ধারণ করেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
আরও পড়ুন:
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ
যেসব শর্তে জামিন পেলেন কিং খানপুত্র আরিয়ান
সবচেয়ে বেড়েছে ঘি ও তেলের মতো খাদ্যদ্রব্যের দাম। প্রতি কেজি ঘিয়ের দাম ১০৮ শতাংশ বেড়ে ৩৫৬ রুপি হয়েছে। তিন বছরে চিনির দাম বেড়েছে ৮৩ শতাংশ আর ডালের দাম বেড়েছে ৬০ থেকে ৭৬ শতাংশ।
news24bd.tv/আলী