ট্রাক চালক সেকুল মিয়ার (৩০) সাথে চার বছর আগে বিচ্ছেদ হয় স্ত্রীর। কিন্তু এক মাসে পুর্বে তার সাবেক স্ত্রী অন্যত্র বিয়ে করলে ক্ষুব্ধ হন সেকুল মিয়া। এরপর তাকে হত্যার পরিকল্পনা করেন সেকুল। সে অনুযায়ী সে সকালে এক গার্মেন্টস কর্মীর পিছু নেয়।
সেকুল মিয়ার কাঁচির আঘাতে নিহত ওই নারীর নাম আয়েশা সিদ্দিকা (২৬)।
পরিবার জানায়, আয়েশা পেশায় একজন গার্মেন্টস কর্মী। তার স্বামী রুবেল ইসলাম ইলেকট্রিক মিস্ত্রি। আরিফা নামে তাদের পাঁচ বছর বয়সী মেয়ে রয়েছে। তারা নবোদয় হাউজিং এলাকায় থাকতেন। তিনি সাইনেক্স নামে একটি পোশাক কারখানার অপারেটর ছিলেন। প্রতিদিনের মতো গতকাল সকাল সাড়ে ৬টার দিকে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন।
আয়েশার স্বামী রুবেল ইসলাম বলেন, প্রথমে তারা ধারণা করেছিলেন আয়েশাকে ছিনতাইকারী কাঁচি দিয়ে আঘাত করেছে। কারণ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে তারা চেনেন না। পরে ঘটনা তিনি জানতে পারেন। খুনির কঠোর শাস্তি দাবি করেন তিনি।
মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, সেকুলকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিনি সাবেক স্ত্রীর ওপর ক্ষুব্ধ ছিলেন। আয়েশাকে কাঁচি দিয়ে আঘাত করার পর তিনি দেখতে পান তার সাবেক স্ত্রী সামনের রিকশায়। আয়েশা এবং সেকুল মিয়ার সাবেক স্ত্রী একই রঙের বোরকা পরেছিলেন।
আরও পড়ুন:
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ
যেসব শর্তে জামিন পেলেন কিং খানপুত্র আরিয়ান
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, সেকুল মিয়া পেশায় ট্রাক চালক। তিনি গাবতলী বাস টার্মিনাল এলাকায় থাকেন। পাঁচ বছর আগে তিনি বিয়ে করেন। চার বছর আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। তারপরও তাদের মধ্যে যোগাযোগ ছিল। সাবেক স্ত্রীকে আবারও বিয়ে করতে চেয়েছিলেন সেকুল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় সেকুলের কাছ থেকে সাবেক স্ত্রী টাকা নিচ্ছিলেন বলেও জানিয়েছেন সেকুল। এ ঘটনায় হত্যা মামলা হবে।
news24bd.tv/আলী