নন-ক্যাডারে ৩৪৫০ জনকে চাকরি দেবে পিএসসি

নন-ক্যাডারে ৩৪৫০ জনকে চাকরি দেবে পিএসসি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সম্প্রতি বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দুইটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় সাড়ে তিন হাজার লোকবল চেয়েছে। নন ক্যাডারের এসব পদে প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।  

মঙ্গলবার পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) স্বাক্ষরিত দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

 
রমধ্যে ২০৫ জন নেবে বিজ্ঞপ্তি নম্বরের ( ৫৫-৭৯ ) অধীনে।  
বাকি ৩২৪৪ জন চেয়ে (৮০-১৪৭) নম্বর বিজ্ঞপ্তি থেকে।

বিজ্ঞপ্তির পদ অনুসারে বেতন প্রদান করা হবে ৬ষ্ঠ, ৯ম ও ১০ম গ্রেডে।  
সরকারি বিধি অনুসারে অন্যান্য সুযোগ সুবিধাও থাকছে।

বাংলাদেশ কর্ম কমিশনের নিয়োগ সংক্রান্ত ওয়েব সাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে।  

আবেদন ফি ৫০০ টাকা।  
যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকেই ফি প্রদান করা যাবে।
২৫ মার্চ ২০২০ তারিখের মধ্যে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৮ অক্টোবর থেকে।  
আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন ২৫ নভেম্বর ২০২১ পর্যন্ত।

এছাড়াও পদের নাম, আবেদন যোগ্যতা ও পদ সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়ে বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে হবে।

বিজ্ঞপ্তি ( ৫৫-৭৯ ) দেখতে ক্লিক করুন এখানে

বিজ্ঞপ্তি (৮০-১৪৭) দেখতে ক্লিক করুন এখানে

news24bd.tv/আলী