যেখানে মালিঙ্গা-সাকিবকে ছাড়িয়ে গেলেন রশিদ খান

যেখানে মালিঙ্গা-সাকিবকে ছাড়িয়ে গেলেন রশিদ খান

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হারলেও বিশ্বকাপের মঞ্চে অন্য এক ব্যক্তিগত রেকর্ডের মালিক হলেন রশিদ খান। দুবাইয়ে জোড়া উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

রশিদের ১০০তম শিকার হলেন মোহাম্মদ হাফিজ। পরে বাবর আজমকেও ফিরিয়ে দিয়ে সংখ্যাটি ১০১-এ নিয়ে যান এই চিরতরুণ আফগান ক্রিকেটার।

বিশ্বের চতুর্থ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন রশিদ। তার আগে এই মাইলফলক টপকে গিয়েছেন শ্রীলঙ্কার লসিথ মালিঙ্গা, নিউজিল্যান্ডের টিম সাউদি ও সাকিব আল হাসান।

উইকেট সংখ্যায় আপাতত তিন নম্বরে রয়েছেন রশীদ। তবে পেছনে ফেলেছেন টিম সাউদিকে (১০০)।

আর তার সামনে রয়েছে কেবল মালিঙ্গা (১০৭) ও সাকিব (১১৭)।

তবে বাকিদের চেয়ে অনেক কম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করে এই স্পিনার। মাত্র ৫৩টি ইনিংসে বল করেই ১০০টি উইকেট তুলে নিয়েছেন রশিদ। অন্যদিকে মালিঙ্গা ৭৬, সাউদি ৮২ ও সাকিব ৮৩টি ইনিংসে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন।

সুতরাং মালিঙ্গার রেকর্ড ভেঙে দ্রুততম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন রশিদ।

আরও পড়ুন:

তালেবান নিয়ে প্রশ্নে কড়া জবাব দিলেন মোহাম্মদ নবী


news24bd.tv/ নকিব