শুভশ্রী গাঙ্গুলির নতুন ভিডিও ভাইরাল হয়েছে। কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রীর মন্তব্যকারীর সংখ্যা কম নয়। তাই খারাপ মন্তব্যকারীদের জবাব দেবেন বলে ঠিক করেন শুভশ্রী।
আর এর জের ধরেই শীত আসার আগে অনেকটা সরগরম তার ইনস্টাগ্রাম প্রোফাইল।
আরও পড়ুন:
কাঠগড়ায় বিশেষ সময়ে মুশফিকের 'স্কুপ' খেলার প্রবণতা!
পাটুরিয়ায় ফেরি উদ্ধারে হামজার সঙ্গে যোগ হল রুস্তম
বুধবার আপলোড করা একটি ভিডিওটি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এটিকে প্রতিবাদী ভিডিও হিসেবে উল্লেখ করা হয়।
ভিডিওর ক্যাপশনে লিখেছেন, সমুদ্রের গর্জন মনে দোলা দেয়।
সম্প্রতি সপরিবারে মালদ্বীপে যান তিনি। সাঁতারের পোশাকে ছেলে ইউভানকে কোলে নিয়ে নাচের ছন্দেও দেখা গেছে এ রাজ- শুভশ্রী দম্পতিকে।
news24bd.tv/এমি-জান্নাত