‘হামলা হলেই পাল্টা হামলা’

ইরানের মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

‘হামলা হলেই পাল্টা হামলা’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সম্ভাব্য যেকোনো হুমকি বা আগ্রাসনের কারণে শত্রুরা নিশ্চিত ও কঠোর জবাব পাবে বরে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

ইরানের প্রতিষ্ঠাতা ও বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনীর (র) ২৯তম মৃত্যুবার্ষিকী এবং আন্তর্জাতিক আল-কুদস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে জেনারেল বাকেরি এ সতর্ক বার্তা উচ্চারণ করেন।

বিশ্ব সমীকরণে ইরানের ইসলামি বিপ্লব ছিল নতুন উপাদান উল্লেখ করে তিনি বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী শত্রুর যেকোনো আগ্রাসন বা হুমকি অথবা লোভাতুর পদক্ষেপের কঠোর জবাব দিতে এক মুহূর্তও দেরি করবে না।

জেনারেল বাকেরি আরো বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের যে শক্তিশালী প্রভাব সৃষ্টি হয়েছে তা শত্রু-মিত্র সবাই স্বীকার করে।

এটি সম্ভব হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ‘কৌশলগত ও দূরদর্শী’ ব্যবস্থাপনা এবং দেশের জনগণের ধৈর্য ও বিচক্ষণতার কারণে। যা দেখে শত্রুরা ভয় পাচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর