রেলের টিকিটে  ‘বাংলা’

রেলের টিকিটে ‘বাংলা’

অনলাইন ডেস্ক

অনলাইনে ট্রেনের টিকিট ইংরেজিতে লেখা থাকায় অনেক যাত্রী বিড়ম্বনায় পড়েন। বিষয়টি  বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসার পর ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা ট্রেনের টিকিটের ব্যবস্থা করেছে রেলওয়ে। অর্থ্যাৎ ট্রেনের টিকিটে বাংলায়ও বিবরণী থাকবে।

আজ থেকে শুরু হয়েছে এ কার্যক্রম।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী বলেন, শনিবার থেকে আমাদের অনলাইন টিকিটে ইংরেজির পাশাপাশি বাংলায়ও লেখা থাকবে। আমি তদারকি করে দেখছি রেলওয়ের টিকিট ইংরেজির পাশাপাশি বাংলায় রয়েছে। এতে টিকিটের বিষয়গুলো যাত্রীরা সহজেই বুঝতে পারবেন।


আরও পড়ুন:

পায়ের নিচে মাটি থাকলে বিএনপি রাজপথে নামতো: কাদের

টানা ৩ ম্যাচ হেরেও যেভাবে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ!

পাটুরিয়ায় ফেরি উদ্ধারে হামজার সঙ্গে যোগ হল রুস্তম

তামিমের সামনেই বলছি এমন অনুষ্ঠান ওর জন্য ঝুঁকিপূর্ণ: মাশরাফি


বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন বলেন, ট্রেনের টিকিট ইংরেজি লিখা থাকায় যেসব যাত্রী বুঝতে পারেন না তারা অন্যের কাছে ধর্ণা দেন।

তবে বাংলায় বিবরণী থাকায় সহজেই যাত্রী বুঝতে পারবেন।

news24bd.tv নাজিম