হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল না মারা যান ভারতের কন্নড় সিনেমার সুপারস্টার পুনিত রাজকুমার। তার মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের দক্ষিণাঞ্চল। পুনিতের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা গেছেন দুইজন।
এছাড়া তার মৃত্যুর খবর শুনে এক ভক্ত আত্মহত্যা পর্যন্ত করে ফেলেছেন।
পুলিশের আশঙ্কা, মদ্যপানের ফলে হয়তো অনেকে বিশৃঙ্খলা তৈরি করতে পারেন। এর ফলে শহরের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। আর এই কারণেই মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
বেঙ্গালুরুর মদের দোকানগুলো ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, ৩১ অক্টোবর মধ্যরাত পর্যন্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে তাদেরকে। তামিল নাড়ুতেও একই নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন:
পায়ের নিচে মাটি থাকলে বিএনপি রাজপথে নামতো: কাদের
টানা ৩ ম্যাচ হেরেও যেভাবে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ!
পাটুরিয়ায় ফেরি উদ্ধারে হামজার সঙ্গে যোগ হল রুস্তম
তামিমের সামনেই বলছি এমন অনুষ্ঠান ওর জন্য ঝুঁকিপূর্ণ: মাশরাফি
শুক্রবার সকালে নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন পুনীত রাজকুমার। বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তারপরেও শেষ রক্ষা হয়নি। মাত্র ৪৬ বছর বয়সে মারা যান এ অভিনেতা।
news24bd.tv নাজিম