ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বেড়েই চলেছে সহিংসতা এবং মৃত্যুর সংখ্যা। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা। তৃণমূল মানছে না কেন্দ্রের নির্দেশনা। কেন্দ্রীয় নেতারা বলছেন, বিদ্রোহীদের কোন ছাড় নেই।
আসন্ন দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বাড়ছে। তফসিল ঘোষণার পর থেকে অন্তত অর্ধশত সংঘর্ষের ঘটনায় দেশের বিভিন্নস্থানে ১২ জন খুন হয়েছেন। খুন হওয়া ব্যক্তিরা সবাই সরকারদলীয় সমর্থক। কোথাও আবার বিতর্কিত ব্যক্তি মনোনয়ন পাওয়াতে চলছে থমথমে পরিস্থিতি।
অবশ্য নির্বাচনপূর্ব এই সহিংসতাকে শুধু দুর্বিষহ বলেই থামছেন না কেন্দ্রীয় নেতারা। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন নির্দেশনার পাশাপাশি অপকর্মে দলের জড়িতদের শাস্তির হুঁশিয়ারীও দিয়েছেন তারা ।
কঠোর হুঁশিয়ারির পরেও নির্বাচনে বিদ্রোহীদের সংখ্যা নিযে কঠোর পযবেক্ষন করছে আওয়ামী লীগ । আগামী মাসেই শোকজের আওতায় আনা হচ্ছে মদদদাতাদের ।
এদিকে সাত এমপির আবেদনের ভিত্তিতে ৮৮ টি ইউপিতে প্রার্থীতা উন্মুক্ত ঘোষনা করেছে আওয়ামী লীগ । নির্বাচনকে সামনে নিজেদের মধ্যে কোন্দল এড়াতেই এই আবেদন
দ্বিতীয় ধাপে ৮৪৮ টি ইউপিতে আগামী ১১ই নভেম্বর এবং তৃতীয় ধাপে ১০০৭ টি ইউপিতে ভোট হবে ২৮ নভেম্বর।
news24bd.tv/আলী