কনডেম সেলে বন্দি আছে   মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত  ৫৪ নারী

কনডেম সেলে বন্দি আছে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ৫৪ নারী

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন কারাগারের কনডেম সেলে মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে বন্দি রয়েছেন মোট এক হাজার ৯৮৭ জন।   এর মধ্যে পুরুষ এক হাজার ৯৩৩ জন এবং বাকি ৫৪ জন নারী কয়েদি।

১৯ সেপ্টেম্বর’২০২১ পর্যন্ত এ হিসাব, এমনটাই জানিয়েছে কারা অধিদপ্তর।

সম্প্রতি সুপ্রিম কোর্ট কোর্টের আইনজীবী শিশির মনির কনডেম সেলের বিষয়ে বিভিন্ন তথ্য জানতে চেয়ে কারা অধিদপ্তরে চিঠি দেন।

গত ২০ সেপ্টেম্বর এ আইনজীবীর চাহিদা অনুসারে তথ্য দেয় কারা অধিদপ্তর।

কারা অধিদপ্তরের তথ্য মতে, দেশের সব কারাগারে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কয়েদিদের জন্য কনডেম সেল রয়েছে মোট দুই হাজার ৫৯৯টি।   এর মধ্যে পুরুষ কয়েদির জন্য দুই হাজার ৪৫৬টি এবং  নারীদের জন্য রয়েছে ১৪৩টি সেল।   গত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এসব সেলে মোট কয়েদি ছিলেন এক হাজার ৯৮৭ জন।

এর মধ্যে পুরুষ কয়েদি ছিলেন এক হাজার ৯৩৩ জন।   আর নারী কয়েদি ৫৪ জন।

আরও পড়ুন:


স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের অনৈতিক সম্পর্ক, নিজের বাড়িতে ডুকতে পারছে না স্বামী!

কাঠগড়ায় বিশেষ সময়ে মুশফিকের 'স্কুপ' খেলার প্রবণতা!

প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় এএসআই!


ওই চিঠিতে আরও বলা হয়, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত  সেলের সংখ্যা অপ্রতুল হলে একাধিক কয়েদিকে এক সঙ্গে রাখা হয়। তবে সাধারণত  একটি কনডেম সেলে একজন রাখা হয়।   

কয়েদিদের বিনোদন ও খেলাধুলার বিষয়ে বলা হয়, কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের চিত্ত বিনোদনের জন্য বই-পুস্তক ও পত্রপত্রিকা পড়ার এবং শরীর চর্চার সুযোগ দেওয়া হয়।

গত ২০ সেপ্টেম্বর আইনজীবী শিশির মনিরকে এ তথ্য দিয়েছে কারা অধিদপ্তর।

news24bd.tv/ কামরুল