জাজাই-শেহজাদ-আফগান-নবীর ব্যাটে আফগানিস্তান ১৬০

জাজাই-শেহজাদ-আফগান-নবীর ব্যাটে আফগানিস্তান ১৬০

অনলাইন ডেস্ক

নামিবিয়ার বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে আফগানিস্তান। হযরতুল্লাহ জাজাইয়ের ৩৩ মোহাম্মদ শেহজাদের ৪৫ আজগার আফগানের ৩১ ও অধিনায়ক মোহাম্মদ নবীর ৩২এ ভর করে নামিবিয়াকে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আফগানরা।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রানে থামে আফগানরা। জয়ের জন্য নামিবিয়াকে করতে হবে ১৬১ রান।

সাবেক আধিনায়ক আসগর আফগান ক্রিকেটকে বিদায় জানিয়েই নামিবিয়ার বিপক্ষে মাঠে নামেন।

রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে আফগানিস্তান। ৬.৪ ওভারে ৫৩ রানের জুটি গড়েন হযরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদ।  

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা।

৬০ রানের ব্যবধানে ফেরেন জাজাই, রহমতউল্লাহ গুরবাজ, মোহাম্মদ শেহজাদ, নজিবুল্লাহ জাদরান।   

১৮.৬ ওভারে দলীয় ১৪৮ রানে ফেরেন সাবেক অধিনায়ক আসগর আফগান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের আগে শেষ ম্যচে ২৩ বলে তিন চার আর এক ছক্কায় ৩১ রান করে আসগর যখন সাজঘরে ফিরছিলেন তখন দুই দলের ক্রিকেটাররা তাকে ব্যাট উঁচিয়ে গার্ড অব অনার দেন।

১৭ বলে ৫টি চার ও এক ছক্কায় অপরাজিত ৪২ রান করেন মোহাম্মদ নবি।   দলের হয়ে ৩৩ বলে তিনটি চার ও দুই ছক্কায় সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার শেহজাদ।   ২৭ বলে ৩৩ রান করেন জাজাই।  

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ২০ ওভারে ১৬০/৫ ( মোহাম্মদ শেহজাদ ৪৫, হযরতউল্লাহ জাজাই ৩৩, মোহাম্দ নবী ৩২*, আসগর আফগান ৩১)।

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর