নৌকার ভোটার ছাড়া অন্যদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হবে না : আ.লীগ নেতা

নৌকার ভোটার ছাড়া অন্যদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হবে না : আ.লীগ নেতা

অনলাইন ডেস্ক

নাটোর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের ভোটার ছাড়া অন্য ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ।

শনিবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ হুমকি দেন।

তিনি বলেন, নাটোরের আপনাদের আমাদের প্রিয় নেতা শফিকুল ইসলাম শিমুল ম্যাসেজ দিয়েছেন। কোনো প্রকার নৌকার বিরোধীরা ১১ তারিখে ভোটকেন্দ্রে যেতে পারবে না।

ভোট তো দেওয়া দূরে থাক, ভোটকেন্দ্রের আশেপাশে যেতে পারবে না!’

আরও পড়ুন:

ঘুষ নিয়ে চশমা ফিরিয়ে দিল বানর, ভিডিও ভাইরাল

প্রাণ গেল ভাই-বোনসহ একই পরিবারের চার শিশুর!

জান্নাতে যাওয়ার সহজ নেক আমল


 

বিরোধীদের উদ্দেশ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, তারা ১১ তারিখে ভোটকেন্দ্রে গিয়ে ষড়যন্ত্র করবে, যাতে করে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়, জননেত্রী শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট হয়, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাবমূর্তি নষ্ট হয়। তাই এদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া যাবে না।

মাসুদুর রহমান বলেন, বাংলার মাটিতে ভোট দেবে যারা ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য জননেত্রী শেখ হাসিনার পাশে ছিল।

news24bd.tv/আলী