মাদারীপুরের কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দুলাল কাজী (৫০) নামে এক কৃষকের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে রোববার রাত ৯টার দিকে। আহত দুলাল কাজী একই উপজেলার কালাই সরদারেরচর এলাকার করিম কাজীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে ফাসিয়াতলা হাট থেকে বাড়ি ফিরছিলেন দুলাল কাজী।
এসময় তার পায়ের রগ কেটে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ বলেন, রগ কেটে যাওয়ায় আহত দুলাল কাজীর অবস্থা গুরুতর। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এদিকে ঘটনার পরই কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশকিছু দিন আগে থেকেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুলাল কাজী গ্রুপের সাথে কবির খা গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরেই কয়েক মাস আগে দুলাল কাজী গ্রুপের লোকজন কবির খা গ্রুপের একজনের পায়ের রগ কেটে দিয়েছিল।
স্থানীয়দের দাবি, ওই ঘটনার প্রতিশোধ নিতেই দুলাল কাজীর পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।
আহত দুলাল কাজী বলেন, আমাকে স্থানীয় শত্রুরা মিলে গুরুতর জখম করেছে।
কালকিনি থানার ওসি ইসতিয়াক আশফাক রাসেল বলেন, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের আটকের জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে। তবে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেন জানান তিনি।
আরও পড়ুন:
টিকে থাকার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ভারত
news24bd.tv/তৌহিদ