এরা এমন অমানুষ হয়ে গেল কেন?

এরা এমন অমানুষ হয়ে গেল কেন?

Other

আকিব নামের এই ছেলেটি চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র। ক্যাম্পাস ভিত্তিকি রাজনীতির গ্রুপিং এর শিকার। একই রাজনৈতিক দলের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াইয়ে সে আহত। মৃত্যুর সাথে লড়ছে।

 

ক্যাম্পাসগুলোতে এখন বিরোধী দল বলতে কিছু নেই। তাই লড়াইটার নিজেদের ভেতর। মানুষ সৃষ্টির শুরু থেকেই লড়াই করছে মূলত আধিপত্য বিস্তারের উদ্দেশ্যেই। এটি মানুষের সহজাত ও আদিম প্রবণতা।

news24bd.tv

যখন তার বিপরীত মতাদর্শের লোক থাকে তখন লড়াইটা হয় মতাদর্শের নামে। যখন মতাদর্শের পার্থক্য থাকে না তখন লড়াই কিন্তু থেমে যায় না। তখন ব্যক্তির আধিপত্য মূখ্য হয়ে ওঠে। ইমাম এবং তাদের মাজহাব তখন ইস্যু হয়ে দাঁড়ায়। অর্থাৎ মানুষ আসলে যেকোন একটা উসিলায় আধিপত্য চায় এবং আধিপত্য বিস্তারের জন্য আরেকটা পক্ষকে প্রতিপক্ষ বানিয়ে নেয়।  এসব আলাপ থাক।  

আরও পড়ুন:


ফাঁকা বাড়িতে একা পেয়ে জোরপূর্বক স্কুলছাত্রীকে ধর্ষণ

অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ধারালো অস্ত্র দিয়ে প্রেমিককে কুপিয়েছে সাবেক প্রেমিকা

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১


একটা টেকনিক্যাল আলাপ করি। ছবিটা আইসিইউর। ছেলেটা ভেন্টিলেটরে আই মিন লাইফ সাপোর্টে আছে৷ পাশে দাঁড়ানোগুলো কি ডাক্তার, নাকি স্রেফ 'ভাই'? আইসিউতে ঢুকেছে অথচ পোশাক পাল্টায়নি। একটা গাউন চাপায়নি। আবার ফাইলও দেখছে৷ বুঝাই যাচ্ছে ফটোসেশন করছে। পত্রিকায় ছবি যাবে। সবাই দেখবে।

news24bd.tv/ কামরুল