সিআইডির দাবি, ইকবাল ভবঘুরে কিংবা পাগল নয়

সিআইডির দাবি, ইকবাল ভবঘুরে কিংবা পাগল নয়

অনলাইন ডেস্ক

কুমিল্লা শহরের নানুয়া দীঘির উত্তর পাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার দায়ে প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন ভবঘুরে কিংবা পাগল নয় বলে জানিয়েছে কুমিল্লার বিশেষ পুলিশ সুপার (সিআইডি) খান মুহাম্মদ রেজোয়ান।  

তিনি বলেন, 'ইকবাল ঘটনার পরে পালিয়ে গেছে কক্সবাজারে। একজন পাগলের পক্ষে ট্রেনে উঠে চট্টগ্রাম, সেখান থেকে কক্সবাজার যাওয়া সম্ভব নয়। '

ইকবালকে অত্যন্ত বিচক্ষণ দাবি করে তিনি আরও বলেন, তাকে ভবঘুরে বলার সুযোগ নেই।

ইকবালের ন্যাশনাল আইডি কার্ড আছে। এ ছাড়া মটর শ্রমিক হিসেবে পেশায় নিয়োজিত ছিল। অন্যদিকে মসজিদের খেদমতে কাজ করত ইকবাল। সুস্থ মস্তিষ্কের একজন বিচক্ষণ মানুষ ইকবাল।
  

এদিকে তথ্যসূত্রে জানা গেছে, ইকবাল হোসেন রিমান্ডে নতুন নতুন তথ্য দিচ্ছেন। এতে রহস্য উদঘাটন ও ইন্ধনদাতাদের শনাক্ত করা সহজ হবে বলেও জানিয়েছেন তদন্তসংশ্লিষ্টরা।  

আরও পড়ুন: 


মামার শ্যালিকাকে বিয়ে করতে না পেরে ভাগ্নের আত্মহত্যা


অন্যদিকে, কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার জানান, নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে ইকবালকে ব্যবহার করেছে কোনো গোষ্ঠী। ভবঘুরে বলে তাকে টাকা দিয়ে কাজ করানো হয়েছে ইকবালকে দিয়ে।  

উল্লেখ্য, ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবালসহ ৪ আসামিকে দ্বিতীয় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।  

news24bd.tv রিমু