১০ বছরেও শেষ হয়নি নরসিংদীর সাবেক মেয়র লোকমান হত্যার বিচার কাজ

১০ বছরেও শেষ হয়নি নরসিংদীর সাবেক মেয়র লোকমান হত্যার বিচার কাজ

অনলাইন ডেস্ক

নরসিংদীর জনপ্রিয় সাবেক মেয়র লোকমান হত্যার ১০ বছর আজ। ২০১১ সালের ১ নভেম্বর নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেনকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।  

এরই মাঝে পেরিয়ে গেছে দীর্ঘ ১০টি বছর। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া অনেকটা ধীরগতিতে চলছে, এমন অভিযোগ করেছেন নিহতের স্ত্রী বর্তমান সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী।

দ্রুত এই বিচারকাজ সম্পন্ন করে খুনীদের বিচার নিশ্চিত করার দাবি নরসিংদীবাসীর।

আরও পড়ুন:


পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলবেন না তামিম!

অবিবাহিত পরিচয়ে বিয়ে, প্রতারণার অভিযোগে নারীকে কারাদণ্ড

ফাঁকা বাড়িতে একা পেয়ে জোরপূর্বক স্কুলছাত্রীকে ধর্ষণ

অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন


২০১৯ সালে উচ্চ আদালতের নির্দেশে অভিযোগপত্রের ওপর বাদীর দায়ের করা নারাজি আবেদন আদালত গ্রহণ করে। পরে শুধু বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার পুনঃতদন্ত শেষ করে দেয়া হয়। বর্তমানে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়েছে।

যা বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে।

এদিকে নরসিংদীর সাবেক জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন।

news24bd.tv/ কামরুল