পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়ন পরিষদের কক্ষ দখল করে গেল পাঁচ বছর যাবত বাস করছেন বর্তমান চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল। আবার মাঝে মাঝে তার স্ত্রী এসেও থাকেন সেখানে। এ নিয়ে চলছে সমালোচনার ঝড়।
স্থানীয় জনপ্রতিনিধিরা এ নিয়ে মুখ না খুললেও জেলা প্রশাসক বলছেন কিছুই জানতেন না তিনি।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউপি নির্বাচনে দুইবার পরাজিত হয়ে তৃতীয়বার চয়ারম্যান হন গোলাম সরোয়ার বাবুল। সেই থেকেই পরিষদের এক কক্ষ দখল করে বসবাস করছেন।
খুলনায় বাড়িতে ছেলে-মেয়ে নিয়ে থাকেন তার স্ত্রী। কখনো কখনো বেড়াতে আসলে এ ভবনেই ওঠেন তার স্ত্রী-সন্তান, রয়েছে এমন অভিযোগও। ভবনের কক্ষও সাজিয়েছেন আধুনিক সব আসবাবে।
আরও পড়ুন:
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলবেন না তামিম!
অবিবাহিত পরিচয়ে বিয়ে, প্রতারণার অভিযোগে নারীকে কারাদণ্ড
ফাঁকা বাড়িতে একা পেয়ে জোরপূর্বক স্কুলছাত্রীকে ধর্ষণ
অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
স্থানীয়রা জানান, চেয়ারম্যানকে পরিষদেই পাওয়া যায় সব সময়।
পরিষদ সদস্যরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে সত্যতা স্বীকার করেছেন পরিষদের সচিব।
পরিষদ ভবন কক্ষে থাকার বিষয় স্বীকার করলেও, স্ত্রীকে নিয়ে থাকা অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান বাবুল। জেলা প্রশাসক বলছেন, কোনভাবেই পরিষদ ভবনে রাত্রিযাপনের সুযোগ নেই। তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাম সরোয়ার বাবুল।
news24bd.tv/ কামরুল